KAZIARCHAR SAMIRUDDIN HIGH SCHOOL
"প্রবেশ কর জ্ঞান অন্বেষণে, ছড়িয়ে পড় দেশের কল্যাণে"
ইআইআইএন: 113653, এম পি ও কোড: 5803081304

মোঃ গোলাম নাসিরউদ্দিন
কাজিয়ারচর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়।একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত এই এলাকায় শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে।
বর্তমান সরকার শিক্ষার গুণগত মান বিকাশে বদ্ধপরিকর এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকায়ন ও শিক্ষার্থী এবং অভিভাবকগনের নিকট তথ্য সরবরাহ সহজ করার জন্য আধুনিক মানের ভবন নির্মাণ, উন্নত মানের তথ্য প্রযুক্তির ল্যাব স্থাপন ও ডায়নামিক ওয়েবসাইট চালু করছে।
আমি প্রত্যাশা করি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজিয়ারচর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ,এলাকার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে অনন্য অবদান রাখবে।
আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি । সেই সাথে প্রতিষ্ঠানটি যেন সুন্দর ও সাবলীল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
মোঃ গোলাম নাসিরউদ্দিন
সভাপতি
কাজিয়ারচর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়
জাজিরা, শরীয়তপুর।
view Detalsপ্রধান শিক্ষকের বাণী
বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে দুর্বার এগিয়ে চলছে। একারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ যেন সহজে কলেজের তথ্য পেতে পারে সেই লক্ষে একটি ডায়নামিক ওয়েবসাইট প্রস্তুত করা হলো। আশা করি এই ওয়েবসাইটটি ব্যবহার করে সকলে উপকৃত হবে। সংক্ষিপ্ত তথ্য দিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হলো। ভবিষ্যতে এটি আরও উন্নত ও তথ্য নির্ভর হবে।
Location:
কাজিয়ারচর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়KAZIARCHAR SAMIRUDDIN HIGH SCHOOL
গ্রামঃ ভানুমল্লিক কান্দি, ডাকঘরঃ কাজিয়ারচর, উপজেলাঃ জাজিরা, জেলাঃ শরিয়তপুর। Main Campus
Copyright © KAZIAR CHAR CHAMIR UDDIN HIGH SCHOOL, Shariatpur 2025. Designed & Developed By Momtaj Trading(Pvt.) Ltd.